বার্তা ডেস্ক ॥ বরগুনার পাথরঘাটায় বাড়ির পেছনের একটি পুকুরের পানিতে ডুবে আয়শা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আয়শা একই এলাকার মো: নিজাম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির সকলের চোখ ফাকি দিয়ে ঘর থেকে বাহিরে নামে শিশু আয়শা। সেখান থেকে বাড়ির পেছনের একটি পুকুরে পড়ে যায়। পরবর্তীতে আয়শার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে। এ সময় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।