আজকের বার্তা
আজকের বার্তা

বিজেপি’র কেন বিপর্যয়, জানতে চাইলেন অমিত শাহ


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ বিজেপি’র কেন বিপর্যয়, জানতে চাইলেন অমিত শাহ
Spread the love
বার্তা ডেস্ক ॥
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে হারতে যাচ্ছে। ভোটের প্রাথমিক ফলে তেমনই দেখা যাচ্ছে। তবে এই নির্বাচনের শুরুতে ২০০ আসন পাওয়ার স্লোগান দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিজেপির এই বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত। আজ রবিবার দুপুরে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন। খবর আনন্দবাজারের। পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়, হাবড়ায় রাহুল সিনহা-র পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলেনও কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছেন।  কৈলাস বিজয়বর্গীয় জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর বিজেপি নেতৃত্বে তা নিয়ে পর্যালোচনা করবে। বাংলার মানুষ হয়তো মমতাকে চান, এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। বিধানসভা ভোটের প্রচারপর্বে রাজ্যে এসে একাধিক বার ২০০ আসনে জেতার দাবি করে গেছেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ভোট গণনার গতি প্রকৃতির ইঙ্গিত দিচ্ছে ১০০ আসনেও পশ্চিমবঙ্গে জিততে পারবে না বিজেপি। যদিও ৩ বছর আগে লোকসভা ভোটে অনেকটাই হিসেব মিলিয়ে ছিলেন অমিত শাহ। ২০১৯-এর রাজ্যের ৪২টি লোকসভা আসনের অর্ধেক আসনে জেতার দাবি করেছিলেন তিনি। বিজেপি জিতেছিল ১৮টিতে।