বার্তা ডেস্ক ॥ পটুয়াখালী বাউফলে সমবায় ও সংবিধান দিবস পালিত হয়েছে। “সমবায়ক গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” ও বঙ্গবন্ধুর ভাবনা,, সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (০৪ নভেম্বর) শনিবার সকাল দশটায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ‘ র সভাপতি সমবায় ও সংবিধান দিবসের আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়।
সবায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আস,স,ম ফিরোজ এমপি বলেন ” সংবিধান হচ্ছে একটি দেশের শাসনব্যবস্থা লিখিত রূপ, রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সংবিধানকে মেনে চলা। সম্প্রতি একটি গোষ্ঠী সংবিধান নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। সমবায় হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চালিকাশক্তি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সমবায় শক্তি, সমবায়েই মুক্তি। আসুন আমরা সবাই মিলে সমবায়ের ভিত্তিতে কাজ করে জাতির জনকের সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। এ সময়ে অন্যান্য মধ্যে বক্তব্য রাখলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বাউফল উপজেলা সমবায় অফিসার ফেরদাউস মোহাম্মদ হানিফ, বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতি ও বাউফল উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ খান প্রমুখ।