বার্তা ডেস্ক ॥ বরিশাল সদরে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পুকুর সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
শুক্রবার ভোরে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
মৃত মো. আলাম ঘরামী (৪৮) সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের প্রয়াত মো. সেকান্দার আলী ঘরামীর ছেলে।
জাগুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। শেষ দিকে আলামসহ তিনজন পাম্পের পাশে পুটি মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।”
এ সময় পানিতে থাকায় আলাম গুরুতর আহত হয়; তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়; ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আনোয়ার।