বার্তা ডেস্ক ॥ বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষদের জীবনমান উন্নয়নে ৫ দিন ব্যাপি মাশরুম চাষ প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে রাখাইন নারী-পুরুষদের সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার(০৩ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার ক্রীড়া সংস্থা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠান হয়।
এ অনুষ্ঠানে মি: খে মংলা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, বিসিক জেলা কার্যালয় উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জেল হক, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মিল্টন চন্দ্র বৈরাগী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মি: ধলুসে প্রমূখ।
সুস্থ্য সবল দেহ চাই, নিয়মিত মাশরুম খাই এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় বসবাসরত রাখাইন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ০৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষন প্রদান করা হয়। এতে অংশ নেন সুবিধা বঞ্চিত ২০ জন রাখাইন সম্পাদয়ের নারী-পুরুষ। তাদের সবাইকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হয়।