আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন গৌরনদী উপজেলার সম্পা বসু (৪০) ও বানারীপাড়া উপজেলার যুধিষ্ঠির (৮০)। তারা দু’জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৩৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৫৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।