বার্তা ডেস্ক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বিএনপি ও জামায়াত রাজনৈতিক সক্রিয় নেতাকর্মীরা ২ নভেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া-পয়সারহাট সরকারি রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালাইয়া জন সাধারনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করায় বিশেষ ক্ষতা আইনে বিএনপির ৭৪ নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনয়নের পয়সারহাট নামক স্থানে আওয়ামী লীগের অফিসে সভা শেষে নেতাকর্মীরা মটরসাইকেলযোগে আগৈলঝাড়া আসার পথে বিএনপি ও জামায়াত রাজনৈতিক সক্রিয় নেতাকর্মীরা আগৈলঝাড়া-পয়সারহাট সরকারি রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালাইয়া জনসাধারনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করে। এই অভিযোগ এনে বাকাল ইউনিয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম পাইক (৪৬) বাদী হয়ে একই উপজেলা ছোট বাসাইল গ্রামের রফিউদ্দিন মিয়ার ছেলে বিএনপি নেতা ছরোয়ার হোসেন মিয়াকে ১নং আসামি করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও ৫০ থেকে ৬০ জনের নাম অজ্ঞাত রেখে একটি আবেদন করে।
এব্যাপরে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক মো.মাহজারুল ইসলাম জানায়, আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামের মগবুল হোসেন পাইক এর ছেলে মো. শহিদুল ইসলাম পাইক (৪৬) বাদী হয়ে একই উপজেলা ছরোয়ার হোসেন মিয়াকে ১নং আসামি করে ২৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনের নাম অজ্ঞাত রেখে একটি আবেদন করে। জন সাধারনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করায় বিশেষ ক্ষতা আইনে একটি মামলার দায়ের করা হয়। আগৈলঝাড়া থানা মামলা নং ৪, (তারিখ ২/১১/২০২৩)। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিজান চলছে।