বার্তা ডেস্ক ॥ অবৈধ করাতকলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। পাশাপাশি আরো একটি করাত কলের মালিককে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান জানিয়েছেন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলার টকরী বন্দরের জাকির হোসেন ও মোবারক হোসেনের লাইসেন্স বিহীন যৌথ অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে করাতকল বন্ধ করে দেয়া হয়েছে। একইদিন বার্থী এলাকার একটি করাত কলে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্যরা।