আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে জেল হত্যা দিবসের র‌্যালি


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ বরিশালে জেল হত্যা দিবসের র‌্যালি
Spread the love

বার্তা ডেস্ক ॥ যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে শুক্রবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। সবশেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।