আজকের বার্তা
আজকের বার্তা

বাবুগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ ও মোটরসাইকেল মহড়া


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ বাবুগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ ও মোটরসাইকেল মহড়া
Spread the love

বার্তা ডেস্ক ॥ দেশব্যাপী বিএনপি-জামাতের হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ ও মোটরসাইকেল মহড়া করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল মহড়া টি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড হয়ে মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ কামরুল আহসান খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাঝি মাসুম রেজা, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ ফাইজুল হক, ছাত্রলীগ নেতা মোঃ মুমিন হাওলাদার, মোঃ ফারুক হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।