আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে গৃহবধূকে লেবাননে পাচার করে যৌন শোষন ও লুকিয়ে রাখার অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ বরিশালে গৃহবধূকে লেবাননে পাচার করে যৌন শোষন ও লুকিয়ে রাখার অভিযোগ
Spread the love

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ গৃহবধূকে লেবাননে পাচার করে যৌন শোষন ও লুকিয়ে রাখার অভিযোগে স্বামী, শ্বশুর-শাশুড়ী ও দেবরকে আসামী করে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে গৃহবধুর ভাই বাদী হয়ে মামলা করেছে। ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন মামলায় আনা অভিযোগ তদন্ত করে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী গৃহবধুর ভাই হলেন বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকার বাসিন্দা এলাহী বক্স হায়দার।
বিবাদীরা হলো- ভগ্নিপতি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মিরাজ প্যাদা, তার বাবা রফিক প্যাদা, মা মিনারা বেগম ও ভাই বেল্লাল প্যাদা।
নালিশীর বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, এলাহী বক্স হায়দারের ছোট বোনকে ২০১৫ সালের ৬ জুলাই মিরাজ প্যাদার সাথে বিয়ে দেয়। বিয়ের পর ভগ্নিপতি লেবাননে যাওয়ার অজুহাতে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকা না দেয়ায় কৌশলে বোনকে লেবাননে পাঠানোর প্রস্তাব দেয়। এতে বোন রাজী না হলে তাকে তালাক দেয়ার হুমকি দেয়। তালাকের হুমকি পেয়ে বোন লেবাননে যেতে রাজি হয়। ২০১৬ সালের ৬ অক্টোবর বোনকে লেবান নেয়। বোন লেবাননে নেয়ার পর আর যোগাযোগ করতে দেয়নি স্বামী। বোনকে লেবাননে অনৈতিক কাজে বাধ্য করতো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভগ্নিপতি মিরাজের ফোন বন্ধ পায়। তখন ভগ্নিপতির বাবা-মা ও ভাইয়ের সাথে যোগযোগ করলে তারা বোনের কোন খবর জানেন না বলে জানিয়ে দেয়।
বাদী নালিশীতে উল্লেখ করেছে, বোনকে লেবাননে পাচার করে যৌন শোষন করার উদ্দেশ্যে কোথাও বিক্রি করেছে কিংবা আটক রেখেছে।