বার্তা ডেস্ক ॥ ভোলায় বিএনপির দেয়া অবোরোধ কর্মসূচির ৩য় দিনে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আজ ভোরে জেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাছ ফেলে সড়ক অবরোধ ও ঝটিকা মিছিল করেছে। এছাড়াও গত রাতে দৌলতখান উপজেলা একটি অটোরিকশা ও চরফ্যাশন উপজেলায় আজ সকালে অবরোধকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এসব ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকালে ইলিশা পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিএনপির একটি ঝটিকা মিছিলটি বের হয়। এরপর তারা ইলিশা বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা- ইলিশা সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে পড়ে থাকা গাছগুলো সরিয়ে যান চলাচল আবার স্বাভাবিক করে।
তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করতে পারেনি পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অপরদিকে দৌলতখানের গোডাউন এলাকায় বিএনপির অবরোধকারীরা একটি অটোরিকশায় আগুন দেয়। এছাড়াও চরফ্যাশন উপজেলায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।