আজকের বার্তা
আজকের বার্তা

নাজিরপুরে দিনব্যাপী প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ নাজিরপুরে দিনব্যাপী প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ
Spread the love

বার্তা ডেস্ক ॥  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে পিরোজপুরের নাজিরপুরে দিনব্যাপী প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলা কৃষি অফিস হলরুমে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আয়োজিত ওই প্রশিক্ষনে ৫৮ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের মাঝে উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছে এশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল এ প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ড অফিসার রাজিব হোসেন, সি এস আর এগ্রো প্রজেক্ট মো. সাইফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণ শেষে ৫৮জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে মোট ২’শত ৯০ কেজি এসিআই কম্পানির হাইব্রিড ধানের বীজ বিতরন করা হয়।