রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম বিক্রি ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Spread the love
ডেস্ক রিপোর্ট ॥
বিক্রির উদ্দেশে রাখা রাসায়নিক (কার্বাইড) দিয়ে অপরিপক্ব আম পাওয়া যাওয়ায় বরিশাল নগরের তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময় ১৪০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে নগরের পোর্ট রোড ও ফলপট্টিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আবদুল হাই ও রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দত্ত বাণিজ্যালয়, আরিফ ফ্রুট ও বরিশাল ট্রেডার্সকে কার্বাইড দিয়ে পাকানো অপরিপক্ব আম রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ সময় এসব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৪০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা না টানানোয় আরও দুই ফলের দোকানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার সৈয়দ এনামুল হক জানান, এসব আম বাহির থেকে পাকা দেখালেও ভেতরের আঁটিই শক্ত হয়নি। অভিযানকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।