বার্তা ডেস্ক ॥ ভোলার দৌলতখানের মেঘনায় ইলিশের প্রজনন মৌসুমে ২২দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপজেলার জেলে পল্লীতে বিরাজ করছে খুশির আমেজ। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নদী ও সাগরে মাছ ধরার ওপর ২২দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। আজ মধ্যরাত থেকে ফের শুরু হচ্ছে মাছ ধরা। গত কয়েকদিন ধরেই উপজেলার জেলেপল্লীগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই যাতে মাছ ধরা শুরু করা যায়। এলক্ষ্যে হাজার হাজার জেলে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এমনটি জানিয়েছেন উপজেলা বোট মালিক সমিতি। মেঘনা পাড় ঘুরে দেখা গেছে, নদীতে যাবার প্রস্তুতি হিসাবে কেউ নৌকা মেরামত করেছে, কেউবা করেছে জাল মেরামত। আবার কেউ কেউ গুদাম থেকে জালের বস্তা নদী তীরে এনে ইলিশ মাছ ধরার যাবতীয় প্রস্ততি সম্পন্ন করছেন। মেঘনা ঘাটে নোঙর করে রাখা নৌকা ট্রলার গুলোতেও চলছে ধোয়া-মোছার কাজ। ফিশিং বোট মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আবু বকর সিদ্দিক কমিশনার জানান, দৌলতখানে মাছ ধরার ছোট বড় প্রায় পাঁচ হাজারের অধিক যান্ত্রিক নৌকা ট্রলার ও বোট রয়েছে। এসব বোটে হাজার হাজার জেলে ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নদী ও সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার রাতেই মাছ ধরা শুরু করতে প্রস্তুত জেলেরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা নৌকা ট্রলার ও বোট নিয়ে নদী ও সাগরে মাছ ধরতে যাবে। দৌলতখান পাতার খালের মাছ ঘাটের সিরাজ মাঝি জানান, আগামী দিন থেকে উপজেলার মাছ ঘাট গুলোতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হবে। জনসমাগমে ফের মৎস্য ঘাটগুলো সরগরম হয়ে উঠবে।