আজকের বার্তা
আজকের বার্তা

ককটেলসহ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ ককটেলসহ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার
Spread the love

বার্তা ডেস্ক ॥ নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে পাঁচটি ককটেলসহ বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলার বানারীপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনি মোল্লা।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত নয়টার দিকে কলেজমোড় এলাকায় গ্রেপ্তারকৃতরা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচটি ককটেলসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।