আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় হত্যা মামলার আসামি গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ ভোলায় হত্যা মামলার আসামি গ্রেফতার
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলার পূর্ব ইলিশার চাঞ্চল্যকর অটো চালক মো: শফিকুল ইসলাম হত্যার সাথে জড়িত মো: সাগর (২৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী সাগর ভোলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের উকিল পাড়া মো: সাইফুল ইসলামের ছেলে।

বুধবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি মাছের ঘেড় থেকে পলাতক সাগরকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরের দিকে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার জানান, শফিকুল ইসলাম হত্যার পরের দিন নিহতের ভাই মো: জাকীর হোসেন ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা করে। পরে আমরা মাঠে কাজ শুরু করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে হত্যার সাথে সরাসরি জড়িত সাগরকে আজ ভোর রাতের দিকে রাজাপুরের একটি ঘেড়ের থেকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে জানিয়েছেন হত্যার রাতে সে ও তার কয়েকজন সঙ্গী মিলে শফিকুলের অটো রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভোলা সদর থেকে রাজাপুর যাবেন বলে যাত্রী হয়ে তার অটো রিক্সায় উঠেন। পরে ব্যারেষ্টার কাচারী সংলগ্ন সড়কে আসলে অটো থামিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে অটো নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরো জানান, এ হত্যাকান্ডের সাথে আরো ২/৩ জন জড়িত রয়েছে। আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে সবাইকে গ্রেফতার করা হয়।