বার্তা ডেস্ক ॥ জেলার উপজেলা সদরে আজ জনসম্পৃক্তকরণ, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যেগে শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহসহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প’র আওতায় উপজেলা পরিষদ অডিটোরয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মহিউদ্দিন, জেলা আইসিটি অফিসার মো: অরিফুর রহমান প্রমূখ।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, কাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।