আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে মাঠে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ কাউখালীতে মাঠে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ
Spread the love

বার্তা ডেস্ক ॥  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গত দুইদিন ধরে বিভিন্ন স্পটে ছিলেন কাউখালী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

তারা কাউখালীর বাসস্ট্যান্ড, আমরাজুড়ি ফেরিঘাট, খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা, নতুন বাজার, বেগম ফজিলাতুন্নেছা মুজিব বেকুটিয়া সেতু এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, হরতাল অবরোধের নামে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, কাউখালীতে হরতাল অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের। উল্লেখ্য কাউখালীতে ইতোমধ্যে একটি নাশকতার মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।