আজকের বার্তা
আজকের বার্তা

যুব দিবসে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ যুব দিবসে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে উপজেলা চত্তরে শেষ হয়। শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমের উপজেলা নির্বাহী অফিসার মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা ও ঋণের চেক বিতরণ সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.মোরশফ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো.খলিলুর রহমানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে  যুবক ও যুবতীদের মধ্যে প্রশিক্ষনের সনদপত্র ও প্রশিক্ষনপ্রাপ্ত যুবক ও যুবতীদের ঋণের চেক বিতরণ করা হয়েছে।