আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় জাতীয় যুব দিবস পালিত


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ বরগুনায় জাতীয় যুব দিবস পালিত
Spread the love

বার্তা ডেস্ক: বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মো. আলী আশ্রাব। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন।

আলোচনা সভা শেষে ১৪ জন যুবক-যুবতীদের মধ্য কর্মসংস্থানের জন্য ৭ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।