আজকের বার্তা
আজকের বার্তা

গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
Spread the love

বার্তা ডেস্ক: গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ককটেল বিষ্ফোরণের খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাজা ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গলাচিপা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিষ সাহাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে আরো ৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।