বার্তা ডেস্ক ॥ বিরোধী দল বিএনপি’র ডাকা টানা ৩ দিনের অবরোধে মাঠে কোনো তৎপরতা নেই নেতাকর্মীদের। তবে আতংকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী স্বল্পতা থাকায় স্থানীয় রুটে সিমীত পরিসরে বাস চলছে। নগরী এবং জেলায় কিছু সংখ্যক থ্রি হুইলার চলাচল করছে। স্থানীয় রুটের লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। রাস্তাঘাট, স্কুল-কলেজ-অফিস আদালত-ব্যাংক-বীমায় মানুষের উপস্থিতি কম। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ এবং আনসার। এদিকে বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় সকালে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
৩ দিনের অবরোধ কর্মসূচি শুরুর আগে বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিএনপি’র ১১ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এ কারণে রাজপথে দেখা মিলছে না বিরোধীদের। নেই কোনো তৎপরতা। তারপরও আতংকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।
যাত্রী স্বল্পতার কারণে স্থানীয় রুটেও বাস চলছে সিমীত পরিসরে। লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। রাস্তাঘাট, স্কুল-কলেজ-অফিস আদালত-ব্যাংক-বীমায় মানুষের উপস্থিতি কম। নগরীর বেশীরভাগ দোকানপাঠ খোলা থাকলেও মানুষজনের উপস্থিতি কম।
অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঁঞা।
এদিকে বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় গতকাল সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে শান্তি সমাবেশ করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।