গত বছর কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে প্রথম কোনো মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়। ১১ বছর পর বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে এশিয়ার এই মুসলিম দেশটি।
বিশ্বকাপ আয়োজনের লড়াই থেকে অস্ট্রেলিয়া নাম তুলে নেওয়ায় সৌদি আরবের সামনে আর কোনও প্রতিপক্ষ রইল না। এবার অপেক্ষা ফিফা থেকে আনুষ্ঠানিক ঘোষণার।
২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য ইচ্ছা প্রকাশ করে চলতি বছর সেপ্টেম্বরে আবেদন করে সৌদি আরব। বিশ্বকাপ আয়োজনের জন্য ‘ভিশন ২০৩০’ নামে একটি প্রকল্প চালু করেছেন সৌদির যুবরাজ মোহম্মদ বিন সালমান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6085