আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ বরিশালে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঢাকায় পুলিশের উপর হামলা, হরতালে ভাঙচুরের ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব, যুগ্ম সম্পাদকসহ একাধিক নেতাকর্মীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সময় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যারমধ্যে মহানগর বিএনপি সাতজন আর জামায়াতের মহানগর আমীরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাতে নগরীর পোর্টরোডে জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও কর্মী সাইফুল ইসলামকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন। পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। পাশাপাশি নগরীর বিভিন্নস্থান থেকে বিএনপির সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

যারমধ্যে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সোবাহান, মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রাহাত, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিল্টন, ১৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সোহেল চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহরিয়ার তুষারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি ও কাউনিয়া থানা পুলিশ।

মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় সোমবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

অপরদিকে মঙ্গলবার অবরোধের প্রথমদিনে সকাল থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে কোন ধরনের দুরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে ছোট ছোট যানবাহন চলাচল করেছে।