আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলায় চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার রাতে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৬৫) পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় যাত্রী নিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।