আজকের বার্তা
আজকের বার্তা

ইন্সট্যান্ট নুডলস কোম্পানির নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও একটি চক্র


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ ইন্সট্যান্ট নুডলস কোম্পানির নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও একটি চক্র
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরী থেকে ইন্সট্যান্ট নুডলস ডিস্ট্রিবিউশন কোম্পানির নামে জনগণের লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে একটি চক্র। নগরের নাজিরপুল সংলগ্ন চন্দ্রদ্বীপ ভবনের সাত তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে গত এক মাসে প্রায় একশ লোকের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই চক্রের বিরুদ্ধে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনটাই জানিয়েছেন অভিযোগকারী।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইন্সট্যান্ট নুডলস ডিস্ট্রিবিউশন কোম্পানির নামে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে নাজিরপুল সংলগ্ন চন্দ্রদ্বীপ ভবনের সাত তলার অফিসে যোগাযোগ করেন তারা। এসময় চাকরি পেতে নিজেদের ল্যাপটপ ও দামি স্মার্ট ফোন থাকতে হবে এমন শর্ত জুড়ে দেন তারা।

শর্ত মোতাবেক যাদের ল্যাপটপ ও দামি মোবাইল আছে তার ল্যাপটপ ও ফোন অফিসে নিয়ে আসেন। আর যাদের নেই তাদের কাছ থেকে ল্যাপটপ বাবদ সাড়ে বারো হাজার ও পঁচিশ হাজার টাকা করে নেয় তারা।

এছাড়াও বিভিন্ন শর্ত দিয়ে চাকরি নিতে আসা লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়েছেন তারা।

শনিবার সকাল থেকে অফিস তালাবদ্ধ দেখে ভুক্তভোগীদের কয়েকজন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে ভবন মালিক ও দারোয়ানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গত এক মাস আগে আবু বক্কর ও শহিদুল ইসলাম নামে দুই ব্যক্তি ইন্সট্যান্ট নুডলস কোম্পানির নামে ভাড়া নেয়। এরপর গতকাল থেকে তাদের অফিস তালাবদ্ধ দেখি ও মোবাইল নম্বর বন্ধ পাই।

ইন্সট্যান্ট নুডলস কোম্পানির নামে জনগণের লাখ লাখ টাকা নিয়ে উধাও হওয়া দুজন হলেন- মাদারীপুর জেলার ষোলপুর উপজেলার ফারুক হোসেনের ছেলে আবু বক্কর ও টাঙ্গাইল জেলার দিঘলিয়া উপজেলার ফানু মিঞার ছেলে শহিদুল ইসলাম।

রবিবার ওই ভবনের সামনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় একশ লোকের কাছ থেকে নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে চক্রটি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।