বার্তা ডেস্ক ॥ জেলার উজিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের টেম্পুষ্ট্যান্ড থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সবুজ শেখকে (২৮) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সবজু ওই এলাকার কামাল শেখের ছেলে ও পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। রোববার দুপুরে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওইদিনই গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।