আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে হরতালের কোন প্রভাব পড়েনি


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ বরিশালে হরতালের কোন প্রভাব পড়েনি
Spread the love

বার্তা ডেস্ক ॥ বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। রোববার  সকাল থেকে নগরী কিংবা জেলার কোথাও বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

সেইসাথে বরিশাল নদী বন্দর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের থেকে যাত্রী কিছুটা কম বলে জানিয়েছেন লঞ্চের স্টাফরা।

নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সথে সাথে দোকানপাট খোলার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে।

হরতাল উপলক্ষে নগরীসহ জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ মোতায়েন ছিলো। সড়ক ও মহাসড়কে র‌্যাব ও পুলিশের টহল ছিলো।