বার্তা ডেস্ক ॥ ঝালকাঠি শহরজুড়ে মোটর সাইকেল মহরা দিয়েছে সরকার দলীয় নেতা কর্মীরা। ঢাকার সমাবেশ থেকে বিএনপি কর্তৃক দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষনার পরপরই রাস্তায় নেমে আসেন সরকার দলীয় নেতা কর্মীরা। শনিবার বিকেলে পৌর শহরের শুরুত্বপুর্ণ সড়ক ও অলিগলি সড়কে অর্ধশতাধীক মোটরসাইকেল নিয়ে ঘন্টাব্যাপী রোড-শো করেছে আওয়ামী লীগ এবং যুবলীগের দেরশতাধীক নেতা কর্মীরা।
এ সময়, ‘বিএনপি’র গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘যুবদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মোটর সাইকেল মহরাটিতে নেতৃত্ব দিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং সদর উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো. হাফিজ আল মাহমুদ।
নেতারা বলেন, ‘বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে আছি এবং থাকবো। হরতালের নামে মানুষ হত্যা এবং আগুন সন্ত্রাস বন্ধে জনগনের জানমালের নিরাপত্বা দিতে আমরা রাজপথে আছি এবং থাকবো।