রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনি
মহান এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) সকালে চাখারে বর্ণাঢ্য র্যালী,বিকালে প্রীতি ফুটবল ম্যাচ,দৌড় প্রতিযোগিতা ও সন্ধ্যায় আলোচনাসভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় চাখার হক স্পোর্টিং ক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,শেরেবাংলার দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু বক্তৃতা করেন।
চাখার হক স্পোটিং ক্লাবের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলার দৌহিত্রী কৃষক শ্রমিক পার্টির সভাপতি ফারহানা হক রিপা,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, শেরেবাংার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর সহধর্মীনি সালমা ফাইয়াজ হক,ছেলে ফারদিন ফাইয়াজ হক ও মেয়ে তাহরীন ফাইয়াজ হক সারিতা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কামাল মোল্লা,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি নাসিম মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,শেরেবাংলার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মাষ্টার রুহুল আমিন,সদস্য সচিব কাজী হারুন অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে কেক কাটা হয় । পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।