আজকের বার্তা
আজকের বার্তা

পিরোজপুর-২ আসনে আ.লীগের প্রার্থী চান মহারাজ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ পিরোজপুর-২ আসনে আ.লীগের প্রার্থী চান মহারাজ
Spread the love

বার্তা ডেস্ক ॥  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আওয়ামী লীগ নিধনকারীকে পিরোজপুর-২ আসনের মানুষ এমপি হিসেবে দেখতে চায় না। তারা চায় আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী। তিনি এ আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহারাজ বলেন, টানা তিনবার আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে এ দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন।

ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাণ্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান ফাইজুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আ. হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক মন্টু, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।