বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরীর সদর রোড শাখা অগ্রণী ব্যাংকের এক গ্রাহকের অর্ধলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রাহকের নাম রাজু আহমেদ। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহক ব্যংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গুণছিলেন। এ সময় মাস্ক পরিহিত এক ব্যক্তি টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে যায়। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরা না থাকায় তাকে আর দেখা যায়নি।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ব্যাংকের সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।