বার্তা ডেস্ক ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারী পারতে গিয়ে গাছ থেকে পরে আ: করিম (২৫) নামের এক প্রতিবন্ধী দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আ: করিম জয়খালী গ্রামের মো: নুরুল হক আকনের ছেলে। তার এক সন্তান রয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: জহিরুল হক কিবরিয়া ও পারবারিক সূত্রে জানা যায়, আ: করিম নিজ গ্রামের হেমায়েত আকনের বাড়িতে সুপারি পারতে গিয়ে অসাবধানতাবসত গাছ থেকে ডোবায় পরে যায়। অনেক সময় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষাণা করেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আ: করিম সুপারি পারতে গিয়ে গাছ থেকে পরে মারা গেছে। পরিবারের কারো প্রতি কোনো আপত্তি নেই। তারা কোনো আইনি সহায়তা নিবে না বিধায় লাশ তাদের তত্ত্বাবধায়নে দেয়া হয়েছে।