আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে জিয়া মঞ্চ উত্তর ও দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ বরিশালে জিয়া মঞ্চ উত্তর ও দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত
Spread the love

বার্তা ডেস্ক ॥ জিয়া মঞ্চ বরিশাল উত্তর জেলা ও বরিশাল দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করায় মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যলয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মালেকের সভাপতিত্বে পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা (উত্তর) জিয়া মঞ্চের সভাপতি কাউসার আহমেদ, সিনিয়র সহসভাপতি বিপ্লব তালুকদার, ফায়েজুল হক বাসেদ, সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা (দক্ষিণ) জিয়া মঞ্চের সহসভাপতি বশিরুজ্জামান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুমন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, মো. বাচ্চু বেপারী, সাংগঠনিক সম্পাদক তামিম মাহমুদ ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে সরকার পতনের একদফা আন্দোলনে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মালেক।