আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে লরিচাপায় গৃহবধূ নিহত, আহত ২


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ বাকেরগঞ্জে লরিচাপায় গৃহবধূ নিহত, আহত ২
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালের বাকেরগঞ্জে গোমা ফেরীঘাটে লরিচাপায় এক নারী নিহত এবং তার স্বামী ও মায়ের পা ভেঙে গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও লরিটি পুলিশ আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের নাম কান্তা মনি (২৪)। আহত হয়েছে তার স্বামী বিধান মন্ডল এবং কান্তার মা মমতা। নিহত কান্তা পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরের দারুসসালামে থাকতেন। পূঁজার ছুটিতে তারা গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল হাই জানান, কান্তা ও তার মা মমতাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন বিধান মন্ডল। দুপুর সোয়া ১টার দিকে তারা বাকেরগঞ্জের গোমা ফেরীঘাট থেকে ফেরীতে উঠছিল। গ্যাংওয়ে অতিক্রমের সময় ফেরী থেকে একটি লরি তীরে উঠছিলো। ওই লরিতে চাপা পড়ে মাথা চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই কান্তা নিহত হয়। এদিকে লরি চাপায় কান্তার স্বামী ও মায়ের পা ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কান্তার লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করা হয়।

 

ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে


Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6031