আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বিভাগে ৫৫৩টি গভীর নলকূপ স্থাপন করেছে কাতার চ্যারিটি


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ বরিশাল বিভাগে ৫৫৩টি গভীর নলকূপ স্থাপন করেছে কাতার চ্যারিটি
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল বিভাগের ৬টি জেলায় গত এক বছরে ৫৫৩টি গভীর নলকূপ স্থাপন করেছে কাতার চ্যারিটি। এতে ২৭,৬৫০ জন স্থানীয় মানুষ উপকৃত হয়েছেন।

আজ বুধবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপকূলীয় এসব জেলাগুলোর মধ্যে বরিশালে ১৭২টি, পটুয়াখালিতে ১৩০টি, পিরোজপুরে ১৩৩টি, ভোলায় ৬৪টি, ঝালকাঠিতে ৪৩টি এবং বরগুনা জেলায় ১১টি নলকূপ স্থাপন করা হয়েছে।

কাতার চ্যারিটির আর্থিক সহায়তায় গভীর নলকূপ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। পটুয়াখালী জেলার বাউফলের নাসির সিং বলেন, লবণাক্ত পানি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এতদিন পর্যন্ত কোন বিকল্প না থাকায় আমরা বাধ্য হয়েই লবণাক্ত পানি খেয়েছি। কাতার চ্যারিটিকে ধন্যবাদ যে, তারা আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন।

কাতার চ্যারিটি বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সোহেল আলম বলেন, উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত। লবণাক্ত পানি গ্রহনের ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে এসব এলাকার সাধারণ মানুষ। কাতার চ্যারিটি নানা প্রজেক্ট গ্রহণ করে এই সমস্যা সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

গত ৫ বছরে কাতার চ্যারিটি দেশের বিভিন্ন জেলায় ১৫০০’র বেশি গভীর নলকূপ স্থাপন করেছে বলে জানান সোহেল আলম।