আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ভয়াবহ অগ্নিকান্ড


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ বাউফলে হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ভয়াবহ অগ্নিকান্ড
Spread the love

বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর জেলার বাউফল পৌর শহরের হাসপাতাল রোডে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ভয়াবহ অগ্নিকান্ডে নিচতলা সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শটশার্কিট থেকে এ অগ্নিকান্ডের মূত্রপাত হয়।

হেলথকেয়ার ডায়াগনস্টিকের চেয়ারম্যান মোঃ জলিলুর রহমান জানান, তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলা ও দোতলায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালিত হতো। তিনতলায় ভবনের মালিক বসবাস করেন। ঘটনার দিন সকাল ৫টার দিকে নিচতলার হেলথ কেয়ার ফার্মা থেকে বিদ্যুতের শটশার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা মূহূর্তের মধ্যে ভবনের অন্যান্য জায়গায় জড়িয়ে পরে। অগ্নিকান্ডে ডায়াগনস্টিক সেন্টারের অভ্যার্থনা কক্ষ, ডাক্তার চেম্বার, এসি ও সমস্ত ফানির্চার ও ডেকরেশনের মালামাল ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।