আজকের বার্তা
আজকের বার্তা

ভোলার চরফ্যাশনে ৩০ জেলে আটক


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ ভোলার চরফ্যাশনে ৩০ জেলে আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥  জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে আজ ৩০ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে এবং প্রশাসনের সহযোগিতায় অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা হতে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজ দুপুরে বাসস’কে জানান, সকাল থেকে জেলায় মোট ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় চরফ্যাশনের বাবুর হাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা নদীর খেজুর গাছিয়া এলাকা থেকে ১৫ জেলে আটক করা হয়। এছাড়াও অনান্য উপজেলায় অভিযানে ২ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল, ৩টি নৌকা ও ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে। এছাড়া জাল পুড়িয়ে বিনষ্ট করা ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।