আজকের বার্তা
আজকের বার্তা

আ‘লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়-আবুল হাসানাত আব্দুল্লাহ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ আ‘লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়-আবুল হাসানাত আব্দুল্লাহ
Spread the love

বার্তা ডেস্ক ॥  আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। আর বিএনপির ক্ষমতার আমলে দেশে উন্নয়নতো হয়নি, বরং দুর্নীতিতে অসংখ্যবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা এতিমদের টাকাও চুরি করতে দ্বিধাবোধ করেনি।
কথাগুলো বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী পদমর্যাদায় থাকা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে বরিশাল-১ আসনের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের সনাতন ধর্মের লোকজন নিরাপদে থাকেন। ধর্মীয় ভাবগাম্ভির্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হওয়ার মধ্যদিয়ে আবারও তার প্রমান হয়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান আব্দুল্লাহ এমপি, আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাাদারীপুর-৩ আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভার শুরুতে মরহুম সৈয়দ আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠিত সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানগণ, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যানগণ, ইউপি চেয়ারম্যানগণসহ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।