বার্তা ডেস্ক ॥ নেছারাবাদ উপজেলায় ওলামা পরিষদের উদ্দোগে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর হিং¯্র ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেছারাবাদ ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল দোয়া পরিচালানা করেন থানা ওলামা পরিষদের সভাপতি ও পিরোজপুর জেলা কওমী মাদ্রাসার ঐক্য পরিষদের সেক্রেটারি মাওঃ আল-আমীন। রোববার সকাল ১১টা সুটিয়াকাঠি ইউনিয়ন হাই ইস্কু মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিয়ার হাট-ইন্দেুর বন্দর পরিদক্ষ শেষে সুটিয়াকাঠি ইউনিয়ন হাই ইস্কু মাঠে সমবেশটি শেষ হয়। এ সময় প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি হযরত মাওঃ আল- আমিন, মাওঃ শামছুদ্দীন, মুফতী মুহাঃ জাহীদুল ইসলাম, মিয়ার হাট বন্দর জামে মসজিদের ইমাম মুফতী ইউনুস আলী, মুফতী মুহাঃ তাজুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা-সমজিদের খতিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় প্রধান বক্তব্য বলেন, হে মুক্ত বিশ্ব তোমরা ইজরাইলে বিরুদ্ধে জেলে উঠো।