আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় জব্দ হলো ২৩ হাজার মিটার জাল


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় জব্দ হলো ২৩ হাজার মিটার জাল
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে শুক্রবার (২০ অক্টোবর) পর্যন্ত পরিচালনা করা জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ এ অভিযানে সঙ্গে ছিল ঝালকাঠি থানা পুলিশের একটি টিম।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা মা ইলিশ রক্ষার অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করেছি। আমাদের অভিযানের টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে গেছেন। এ জন্য জেলেদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা এবং তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জব্দ করা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় আমরা ২৪ ঘণ্টা নদীতে অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।