আজকের বার্তা
আজকের বার্তা

তালতলীতে চোলাই মদসহ দুই যুবক ধরা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ তালতলীতে চোলাই মদসহ দুই যুবক ধরা
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরগুনার তালতলীতে ৭ লিটার দেশীও চোলাই মদসহ বাপ্পি (২৯) ও বিজয় (৩০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরগুনার সদরের পৌর সভার কড়ইতলা এলাকার দীলিপ চন্দ্রের ছেলে বাপ্পি ও একই এলাকার ফটিক চন্দ্রের ছেলে বিজয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নামিশে পাড়া এলাকা থেকে ৭ লিটার দেশীও চোলাই মদ ক্রয় করে বরগুনা সদরে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম থানার সামনে চেকপোস্ট বসিয়ে ৭ লিটার মদসহ বাপ্পি ও বিজয় নামে দুই যুবককে আটক করে।

তালতলী থানার ওসি মো. শহিদুল ইসলাম খান বলেন, দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।