আজকের বার্তা
আজকের বার্তা

পটুয়াখালীতে খাল খননে অনিয়মের অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ পটুয়াখালীতে খাল খননে অনিয়মের অভিযোগ
Spread the love
বার্তা ডেস্ক ॥
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের তিতকাটায় গ্রামে খালখননে অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা কৃষক সহ স্থানীয় সকল মানুষের প্রয়োজনে এ খালটি পূণ খননের উয্যোগ নিয়েছেন স্থানীয় সরকার বিভাগ, খাল খননের কাজ চলমান থাকলেও খনন নিয়ে স্থানীয়দের অভিযোগের যেন শেষ নেই, স্থানীয়রা বলছেন বড় বিঘাই ইউনিয়নের সাবেক বি এন পি পন্থী চেয়ারম্যান আঃ ছত্তার গাজীর নেতৃত্বে এ খালটি পূণ খনন করা হচ্ছে, তবে খালটির খননের বিষয় কোন রকম কোন তথ্য স্থানীয়দের জানানো হয়নি, তারা বলছেন সঠিক নিয়মে খাল খনন নাকরে সরকারি টাকা আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে ছত্তার গাজী, এদিকে প্রায় দশ হাজার লোকের পানি ব্যবহারের জন্য একমাত্র স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে ঠিকাদার ছত্তার গাজী, যেহেতু দেশের চলমান ডায়রিয়া পরিস্থিতি মহামারী আকার ধারন করছে এবং ক্রমশই অবনতির দিকে যাচ্ছে সেক্ষেত্রে একই পানি দিয়ে ডায়রিয়া রোগীর কাপর-চোপর ধোয়া সহ পারিবারিক প্রয়োজনীয় সকল কাজ সারাতে হচ্ছে ফলে ঐ এলাকায় ডায়রিয়ার প্রকোপ অধিকহারে বেরে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা, খালটি খুলে দেয়ার বিষয় একাধিক বার ছত্তার গাজীর সাথে স্থানীয়রা যোগাযোগ করার চেষ্টা করলেও তাতে কোন রকম কর্নপাত নাকরেই তার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের, এ ছারা খাল খননের মাটির যথাযথ ব্যবস্থা না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এ বিষয় ঠিকাদার ছত্তার গাজীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি খালটির একাংশে একটি বাধ তৈরী করে পরে খালটি খুলে দিবো,এতদিন কেন খালটি বন্ধ রাখলেন এমন প্রশ্নের কোন সদুত্তর দেয়নি তিনি, এ বিষয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বলেন খাল বন্ধ রাখার কোন নিয়ম নেই, এ বিষয় আমরা অতিদ্রুত পদক্ষেপ নিবো।