আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
Spread the love

নিজেস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পিয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পিয়ারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৪৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৩৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১০২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।