আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ কাউখালীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
Spread the love

বার্তা ডেস্কঃ পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার রাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সুনীল কুন্ডু ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই আসনে কোন জোট না আওয়ামী লীগ থেকেই মনোনয়ন দেওয়া হবে। আমি জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে কাজ করেছি তাই আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দিবেন। আমি জেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় পিরোজপুর জেলায় এমন কোন ওয়ার্ড বাদ নেই যেখানে আমি প্রকল্প দেই নাই। আপনারা প্রতিটি ওয়ার্ডে গেলে দেখবেন সে প্রকল্পগুলো  দৃশ্যমান। এবং আমি আপনাদের দোয়ায় যদি এমপি হই তাহলে বিগত এমপিদের মত এই আসনে উন্নয়নের কোন বৈষম্য থাকবে না। মতবিনিময় সভায় এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।