বার্তা ডেস্ক ॥ ইন্দুরকানীতে আঞ্চলিক মহাসড়ক ও সড়কে বেপরোয়াভাবে চলছে ইজিবাইক। কোনো নিয়মনীতি না থাকায় নিয়মিত বাড়ছে দুর্ঘটনা। গত এক সপ্তাহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ দু’জন নিহত হয়েছে।
গত ১৮ আগস্ট ইন্দুরকানী-কলারণ সড়কের বালিপাড়া বাজার এলাকায় বুশরা নামে ছয় বছরের এক শিশুকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে অপ্রাপ্ত ইজিবাইক চালককে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয় জনতা।
১৬ আগস্ট উপজেলার কলারণ জোমাদ্দার হাট এলাকায় বাবার বাড়িতে যাওয়ায় পথে ইজিবাইক চাপায় কলারণ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী নাজমা আকতার (৩০) আহত হন। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রামচন্দ্রপুর গ্রামের ইজিবাইক চালক লিটন মিয়া জানান, এখন রাস্তায় বের হলে ইজিবাইক বেশি থাকায় আগের মতো ভাড়া পাওয়া যায় না। কম বয়সী ছেলেরা দ্রুত গতিতে ইজিবাইক চালানোয় বেশি দুর্ঘটনা হচ্ছে। দেখার কেউ নেই।
থানার ওসি মো. আল মামুন জানান, ইজিবাইক চাপায় এক সপ্তাহের মধ্যে এক শিশুসহ দু’জন মারা গেছে। অপ্রাপ্তবয়স্করা বেপরোয়া গাড়ি চালানোয় এ সমাস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে চালকদের নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।