আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় ইউএও’র অভিযানে জরিমানা আদায়, তরমুজ ব্যবসায়িদের সতর্ক 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ ৬:০০ অপরাহ্ণ আগৈলঝাড়ায় ইউএও’র অভিযানে জরিমানা আদায়, তরমুজ ব্যবসায়িদের সতর্ক 
Spread the love
আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে মাক্স ব্যবহারের উদ্বুদ্ধ করনের লক্ষে ইউএনও’র বিশেষ অভিযানে মোটরসাইকেল আরোহী ও এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায়। অন্যদিকে রোজাদার ও গরমের স্বস্তিদায়ক মৌসুমি ফল তরমুজের দাম নিয়ন্ত্রনে রাখতে দোকানে দোকানে ইউএনও’র শতর্ক বার্তা, বৃহস্পতিবার থেকে অভিযান শুরু। ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ সিদ্দিকুর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার সদর বাজার, রথ খোলা বাজার, পয়সা বন্দরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হাশেম। অভিযানে এক মোটরসাইকেল আরহীকে অতিরিক্তি যাত্রী পরিবহন ও মাক্স ব্যবহার না করায় ২শ টাকা এবং রথখোলা বাজারে মাক্স ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫শ টাকাসহ মোট ৭শ টাকা জরিমানা করে তা আদায় করেন। একই আদালত সদর বজারসহ বিভিন্ন বাজারে কেজি হিসেবে অস্বাভাবিক দামে তরমুজ বিক্রির বন্ধ করে স্বাভাবিক  দামে বিক্রি বিক্রির জন্য বিক্রেতাদের প্রতি আহবান জানান। এসময় বৃহস্পতিবার থেকে তরমুজের দোকানে অভিযান পরিচালনা করা হবে বলেও ব্যবসায়িদের শতর্ক করেন ইউএনও মোঃ আবুল হাশেম।