আজকের বার্তা
আজকের বার্তা

সাগর ট্রাজেডির ১৭ বছর


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ সাগর ট্রাজেডির ১৭ বছর

বার্তা ডেস্ক ॥ ১৯ সেপ্টেম্বর সাগর ট্রাজেডির দিন। ২০০৬ সালের এই দিনে সাগরের ভয়াল ঢেউয়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছিলেন শতাধিক জেলে। পটুয়াখালীর উপকূলবাসীর কাছে আজ বেদনাদায়ক স্মরণীয় দিন। ১৭ বছর পর এখনো কান্না থামেনি ঐসব জেলে পরিবারের। নিখোঁজের তালিকায় রয়েছে অনেক জেলের নাম।

জানা গেছে, ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর উপকূলীয় অঞ্চলে হঠাৎ ঝড়ে সাগর উত্তাল হওয়ায় বহু মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় শতাধিক জেলে সাগরের পানিতে ডুবে মারা যান। ভয়াল ঐ ঝড়ে ট্রলার ডুবিতে সন্তান হারা হয়েছেন অনেক বাবা-মা, স্ত্রী হয়েছেন স্বামীহারা, আর সন্তান হারিয়েছে তাদের উপার্জনক্ষম বাবাকে।

লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা বশিরের বাবা সেলিম মাঝি ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বরের ঝড়ে সাগরে ট্রলার ডুবিতে মারা গেছেন। লাশের দেখাও পায়নি স্ত্রী-সন্তান। বশির জানান, তার পরিবারের সিদ্ধান্ত ছিল কাউকে সাগরে পাঠাবেন না মাছ শিকারে। কিন্তু সংসারের ভরণ-পোষণের দায়িত্ব এখন তার উপর। তাই জীবিকার টানে ছুটছেন ফের সাগরে মাছ শিকারে। বশিরের মতো আরো অনেক জেলে বৈরী আবহাওয়ার মধ্যেও ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন সাগরে।

কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে জেলেদের জন্য জেলে কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের জেলেদের জন্য আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে।