বার্তা ডেস্কঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর রাত দেড়টায় বরিশাল নৌ পুলিশ ওই লাশটি উদ্ধার করেন।
জানা যায়, আনুমানিক ২৭ বছর বয়সি ওই নারীর উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি। তার গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার এবং মাথায় চুল নেই। মৃতদেহের পরনে খয়েরী রংয়ের ব্লাউজ এবং প্রিন্টের নীল ও খয়েরী রংয়ের ওড়না ছিলো।
এ বিষয়ে বরিশাল নৌ-থানার ওসি আব্দুল জলিল জানান,চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় ঐ নারীর লাশটি আমরা উদ্ধার করি।কিন্তু তার কোন পরিচয় সনাক্ত করা যায়নি।এসময় তিনি আরো বলেন, মৃত ওই নারীর পরিচয় সনাক্ত করতে পারলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা (বরিশাল সদর নৌ থানা):০১৭৬১-৬৬২৮৬০।